অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৮২ শতাংশ কার্যকর নোভাভ্যাক্সের টিকা

ভোক্তাকন্ঠ ডেস্ক: ১২ থেকে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কোম্পানি নোভাভ্যাক্সের করোনা টিকা ৮০ থেকে ৮২ শতাংশ পর্যন্ত কার্যকর। যুক্তরাষ্ট্রের টিকা ও ওষুধ প্রস্তুতকারী এই কোম্পানির সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়, গত বছর ২০২১ সালের মে থেকে সেপ্টেম্বর— এই চার মাস ধরে চলে এই গবেষণা। গবেষণায় অংশ নেন ২ হাজার ২৪৭ জন স্বেচ্ছাসেবী, যাদের সবার বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। ওই সময় যুক্তরাষ্ট্রে করোনার প্রাধান্য বিস্তারকারী ধরন ছিল ডেল্টা।

স্বেচ্ছাসেবীদের সবাইকেই দেওয়া হয়েছিল নোভাভ্যাক্স টিকার ডোজ। নির্দিষ্ট সময় পর তাদের শারীরিক তথ্য বিশ্লেষণ করে প্রত্যেকের দেহে ৮০ থেকে ৮২ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।

কোম্পানির কর্মকর্তারা রয়টার্সকে জানান, বৈশ্বিকভাবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বরাবর আবেদন করা হবে এবং কোম্পানি আশা করছে, চলতি বছরের প্রথম তিন মাসের মধ্যেই মিলবে এ বিষয়ক ছাড়পত্র।

এর আগে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রাপ্তবয়স্কদের ওপর টিকার কার্যকারিতা পরীক্ষা করেছিল নোভাভ্যাক্স। ৩০ হাজার স্বেচ্ছাসেবী সেই ট্রায়ালে অংশ নিয়েছিলেন এবং ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, করোনার সংক্রমণ থেকে থেকে প্রাপ্তবয়স্কদের ৯০ দশমিক ৪ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম নোভাভ্যাক্সের টিকা।

গত মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় টিকদান কর্মসূচিতে এই টিকার অন্তর্ভূক্তির জন্য দেশটির সরকারি কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছিল নোভাভ্যাক্স। সেই অনুমোদন যদিও এখনও মেলেনি, তবে ইতোমধ্যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহারের জন্য এই টিকার বৈশ্বিক ছাড়পত্র দিয়েছে ডব্লিউএইচও। এছাড়া ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশসমূহ, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড তাদের টিকাদান কর্মসূচিতে এই টিকা ব্যবাহারের অনুমোদন দিয়েছে।

রয়টার্সকে নোভাভ্যাক্সের শীর্ষ মেডিকেল কর্মকর্তা ফিলিপ ডুবোভস্কি জানান, এখন পর্যন্ত এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সংবাদ পাওয়া যায়নি এবং টিকা প্রস্তুতের সময়ে কোম্পানি এই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, ‘আমারা চাই, আমাদের কোম্পানির টিকা যেন সবচেয়ে নিরাপদ ও কার্যকর টিকার স্বীকৃতি পায়। এ কারণেই টিকা প্রস্তুতের সময় এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।’