আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের ১৩টি দেশের মন্ত্রসিভায় নারী সদস্য নেই । আর এই তালিতায় ১৩ তম স্থান দখল করছে আফগানিস্তান। খবর: সিএনএন।
যারা চলতি সপ্তাহেই একটা অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু মন্ত্রসিভায় শুধু পুরুষদেরই রাজত্ব।
একজন নারীকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। এর মধ্য দিয়ে আফগানিস্তান এখন বিশ্বের এমন ১৩টি দেশের তালিকায় যোগ হলো যে দেশগুলোর সরকারের শীর্ষ পদে কোনো নারী নেই।
অপর দেশগুলো হচ্ছে, আজারবাইজান, আর্মেনিয়া, ব্রুনেই, উত্তর কোরিয়া, পাপুয়া নিউগিনি, সেইন্ট ভিনসেন্ট, সৌদি আরব, থাইল্যান্ড, টুভালু, ভানুয়াতু, ভিয়েতনাম ও ইয়েমেন।