সাগরে লঘুচাপ সৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরো দুই-তিন দিন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দুই-তিন দিন এবং সাগরে লঘুচাপ দেখা দেওয়ায় সপ্তাহ শেষে হতে পারে বৃষ্টি।
একইসঙ্গে শ্রাবণের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়া, দিনাজপুর ও সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামি দুই-তিন দিন সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত ।
এদিকে, ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ ।
লঘুচাপের মধ্যে চলমান তাপপ্রবাহে অসহনীয় গরমের অতিষ্ঠ নাগরিক জীবন।