ভোক্তাকন্ঠ ডেস্ক: মাঘের হঠাৎ বৃষ্টিতে জয়পুরহাটের আলু, সরিষা ও গম চাষিরা পড়েছেন বিপাকে। টানা দুই দিনের বৃষ্টি ও হালকা বাতাসে ফসলের জমিতে পানি জমেছে এবং হেলে পড়েছে। উত্তোলনের এই সময়ে আলুর জমিতে পানি জমায় আলুতে পচন ধরার সঙ্কা দেখা দিয়েছে। ফলে আলুতে ব্যাপক লোকসান হবে বলে আশঙ্কা করছেন চাষিরা।
অনেকেই আলুতে পচন ধরার আগেই পানি থেকে আলু উত্তোলন শুরু করেছেন। অন্যদিকে সরিষা ও গম চাষিরা ফলন কম হওয়ার আশঙ্কা করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় এবার ৪০ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫০ হেক্টর জমিতে। এ ছাড়া গম চাষের লক্ষ্যমাত্রা ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, এখনো মাঠ জুড়ে ৭০ শতাংশ আলু উত্তোলন বাকি রয়েছে। হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাসে জেলা জুড়ে প্রায় ৭ হাজার ১৫০ হেক্টর জমির আলু পানিতে ডুবে আছে। আরও কয়েকহাজার হেক্টর আলু জমি থেকে পানি অপসারণ করেছে কৃষকরা। আর প্রায় ৫ হাজার হেক্টর জমির সরিষা ও ৬৫ হেক্টর জমির গম হেলে পড়েছে।