ভোক্তাকন্ঠ ডেস্ক: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার।পদসংখ্যা: ৫। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা সমাজকর্ম বা ম্যানেজমেন্ট বা ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বা শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পিকেএসএফের অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সে শিথিলতা রয়েছে। কোনো সংস্থায় অন্তত সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর ডেভেলপমেন্ট বা স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বা প্রফেশনাল স্কিলসে অবশ্যই প্রশিক্ষণ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
মাসিক বেতন: ১ লাখ ৬০ হাজার টাকা।
অন্যান্য সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল বিল, গ্রুপ ইনস্যুরেন্সসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ এপ্রিল ২০২২।