দুর্ভিক্ষের আভাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৭৮ কোটি মানুষের টিকাকরণ হয়ে গেছে। তা সত্ত্বেও অতিমারির দুর্যোগ কাটার এখনই কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঘেব্রেইসাস।গোটা পৃথিবীতেই করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। এই দুর্ভোগের মাঝে মোটেও আশার কথা শোনালেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। উলটে গত সাত সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী সংক্রমণের খতিয়ান দিলেন তিনি।

 
WHO এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সংক্রমণ কমলেও শেষ সাত সপ্তাহে গ্রাফ ফের ওপরে চড়ছে। মৃত্যুও বাড়ছে চার সপ্তাহ ধরে। এশিয়া এবং মধ্যপ্রাচ্যর দেশগুলোর অবস্থা খুবই সঙ্গিন বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, মাসখানেক আগে মাইক্রোসফট সংস্থার প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছিলেন, ২০২২ সালের শেষের মধ্যে পৃথিবী করোনা মুক্ত হবে। এই বিল গেটসই পাঁচ বছর আগে অতিমারির ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আশ্চর্যজনকভাবে সত্যি প্রমাণিত হয়েছে। পরিশেষে বলা যায় অতিমারি কাটিয়ে উঠার পরিকল্পনায় অনেক দেশের মূলে রয়েছে।