ধামরাইয়ে ৮ ইটভাটাকে ৫৮ লাখ টাকা জরিমানা

ভোক্তাকন্ঠ ডেস্ক:  ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটটি ইটভাটাকে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ধামরাইয়ের মেসার্স পিউর ব্রিকসকে ২০ লাখ টাকা, মেসার্স মা ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স মা স্টার ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স জয়বাংলা ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স এস বি এন-০১ কে দুই লাখ টাকা, মেসার্স এস বি এন-০২ কে ছয় লাখ টাকা, মেসার্স বি বি সি ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স সান ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মালিকেরা পালিয়ে যান। পরে ভেকু দিয়ে ইটভাটা ভেঙে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও অনিতা ঘোষ এবং পরিদর্শক ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন।