বাইকের জগতে যুক্ত হলো বাজাজের আরো একটি নতুন বাইক। দুই দশক ধরে স্পোর্টস মোটরসাইকেলের বিশ্বকে শাসন করে চলেছে বাজাজ। এবারের মডেলের নাম Bajaj Pulsar F250 এবং Bajaj Pulsar N250। Pulsar লাইনআপে বাইকটি সবচেয়ে শক্তিশালী মডেল হবে বলে আশা করা যাচ্ছে। ভারতীয় বাজারমূল্যে Bajaj Pulsar N250 টি ১ লাখ ৩৮ হাজার এবং Bajaj Pulsar F250 টি ১ লাখ ৪০ হাজার। যা বাংলাদেশি মুদ্রায় দেড় লাখের মধ্যেই থাকবে।
Bajaj Pulsar 250 মডেলটি সেমি-ফেয়ার্ড অবতারে আসবে বলেই ধারণা অটো-এক্সপার্টদের। এতে ২৫০ সিসি-র নতুন অয়েল-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এর হেডল্যাম্প ইউনিট বর্তমান প্রজন্মের Pulsar 220F বাইকে উল্লম্ব ভাবে অর্থাৎ লম্বালম্বি বা ‘ভার্টিক্যালি’ অবস্থানরত প্রজেক্টর ইউনিটের থেকে সম্পূর্ণ আলাদা। Pulsar 250-এর সাইড ফেয়ারিং বড় এবং নতুন ডিজাইনের ভেন্ট দিয়ে আপডেট করা থাকবে।
আশা করা হচ্ছে, বাইকটির ইঞ্জিন, মাইলেজ, টেক-ফিচার ও আউটলুক ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। নিঃসন্দেহে, বাজাজের এই নতুন বাইক বাজারের আপডেট বাইক হতে চলেছে। এই বাইকে থাকছে স্পোর্টি স্প্লিট সিট, কালো অ্যালয় হুইল, LED টেইল ল্যাম্প।
Bajaj Pulsar 250-এর উইন্ডস্ক্রীন একটু উঁচু রাখা হয়েছে। যাতে বাতাসের ধাক্কা কম অনুভূত হয়। বাইকে নতুন ইঞ্জিন কাউল/গার্ড ও আরও স্পোর্টি দেখতে রিয়ার ভিউ মিরর দেওয়া হবে। আরও স্লিক দেখার জন্য রিয়ার ফেন্ডারের আকারেও কাটছাঁট করা হবে। এতে ডমিনার ৪০০-এর ধাঁচে ডুয়েল ব্যারেল এগজস্ট সিস্টেম থাকবে।
নতুন ইঞ্জিনের সঙ্গে আসছে Bajaj Pulsar 250। যা এর আগে পালসারের অন্য কোনো মডেলে দেখা যায়নি। পাওয়ার আউটপুট ২৪ বিএইচপি-র আশেপাশে হতে পারে। ইঞ্জিনের সঙ্গে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স থাকবে।