ভোক্তাকণ্ঠ ডেস্ক: শখের বসে নতুন মডেলের ফোন ব্যবহার করে থাকেন অনেকেই। এ কারণের খরচের বিষয়টিও মাথায় রাখতে হয়। খরচ আর শখ দুটোকেই ব্যালান্স করতে অনেকেই সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন।
পুরানো ফোনের দাম তুলনায় অনেকটাই কম। তবে এতে বিপদের আশঙ্কাও অনেক বেশি। যদি সেটা হয় চোরাই ফোন তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। এক্ষেত্রে পরিচিত ব্যক্তির কাছ থেকেই ব্যবহৃত ফোন কিনতে পারেন। যদি কোন দোকান বা অপরিচিত ব্যক্তি থেকে পুরানো স্মার্টফোন কিনতে চান তাহলে আগেই পরোখ করে নিন সেটি চোরাই কি না?
এ জন্য ফোন কেনার আগে সেটির আইএমইআই (IMEI) নম্বর যাচাই করে নিন। আইএমইআই নম্বরে যদি এমন কিছু তথ্য থাকে যা স্মার্টফোন মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে বুঝতে হবে আপনি যে পুরানো ফোন কিনছেন, সেই ফোনটি চোরাই।
জেনে নিন কীভাবে ফোনের আইএমইআই (IMEI) নম্বর যাচাই করবেন-
– আইএমইআই নম্বর পরীক্ষা করতে imei.info-তে লগইন করুন।
– আপনি যে পুরানো ফোনটি কিনতে চাইছেন সেই ফোনের আইএমইআই নম্বরটি সেখানে দিন এবং সার্চ করুন।
– সঙ্গে সঙ্গে ফোনের বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে। এর মধ্যে থাকবে ফোনের মডেল, তৈরির দিন এবং ফোন সংক্রান্ত যাবতীয় তথ্য।
যদি কোন কারণে সেখানে কোন তথ্য না দেখা যায় অথবা যদি এমন কোন তথ্য দেখা যায় যা আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে বুঝতে হবে ফোনটি চোরাই।