দেশে বর্তমানে প্রায় ১ লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প এবং প্রায় সাড়ে ৮ লাখ কুটির শিল্প রয়েছে। সবমিলে এসএমই প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১০ লাখ। যেখানে এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ প্রদান উপলক্ষে শিল্প ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের লিখিত বক্তব্যে আরও জানানো হয়, এসএমই শিল্প প্রতিষ্ঠান/উদ্যোক্তারা জিডিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে।
পাশাপাশি দেশে অপ্রাতিষ্ঠানিক শিল্পখাত দ্রুত বিকশিত হচ্ছে। এ খাত কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের দক্ষতা বৃদ্ধিতেও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক, বিটাক এবং এসএমই ফাউন্ডেশন ভূমিকা রেখে চলেছে।