গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করছেন।
আজ শনিবার (১৭ জুলাই) সকাল থেকে কয়েক দফায় বিক্ষোভ মিছিল এবং ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানার কর্মকর্তা-কর্মচারীরা জানান, স্টাইল ক্রাফট পোশাক কারখানায় ৭০০ এর বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ কারখানার কর্মকর্তা-কর্মচারীদের চলতি বছরের মার্চ, মে ও জুনের বেতনসহ ঈদুল আজহার বোনাস এখন পর্যন্ত তারা পাননি।
এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ভাতাসহ ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের শতকরা ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ, নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে বলে জানান তারা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা গত মঙ্গলবার থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করে আসছেন। মালিকপক্ষ এখন পর্যন্ত বেতন পরিশোধের আশ্বাস না দেওয়ায় শ্রমিকেরা কয়েকদিন ধরে বেতন-ভাতার দাবিতে প্রায় সারা দিন রাস্তা অবরোধ করে রাখছেন।
তিনি আরও বলেন, গাজীপুরে আর কোনো কারখানায় এমন না হলেও এই কারখানায় প্রতি মাসে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।