টিকা আসার যে গতি তাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে টিকা দিতে ২০২৪ সাল লেগে যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের টিকা কূটনীতি নিয়ে আলোচনায় এসব বিষয় উঠে আসে। বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এ কথা জানান।
ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকার পরবর্তী চালান সেপ্টেম্বর মাসে দেশে আসতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটি ।
ফারুক খান অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা জেনেছি প্রতিমাসে গড়ে ৫০ লাখের মতো আসতে পারে। সেই হিসাবে ১২-১৩ কোটি মানুষের জন্য ২৬ কোটি ডোজ লাগবে। তাহলে দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনতে তো ২০২৪ সাল লেগে যাবে।”
সংসদীয় কমিটির বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রা রোধে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ে যৌথ কমিটি করে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: চারটি কারণে করোনা সংক্রমণ থামছে না বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা – Voktakantho