১৬ জুলাই রাজধানীর ভাটারা বালুর মাঠ পশুর হাটে পর্যাপ্ত গরু থাকলেও নেই ক্রেতা। অন্যান্য বছরের চেয়ে এ বছর হাটের চিত্র ভিন্ন। ১৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর অস্থায়ী হাট শুরু হবে। তাই এখনো বাজারে ক্রেতা দেখা যাচ্ছে না।
বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্রেতারা গরু নিয়ে অপেক্ষা করছেন। অথচ ক্রেতার উপস্থিতি নেই বলেই চলে। বিক্রেতারা বলছেন, হাটে গরু আছে, ক্রেতা নেই। অন্যান্যবারের এবার নির্ধারিত সময়ের আগেই বেচাকেনা হচ্ছে না। তবে তারা আশা করছেন, নির্ধারিত সময়ে হাট শুরুর পর ক্রেতারা হাটে আসবেন।
আক্তার হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, হাটে এখনও ক্রেতার ভিড় শুরু হয়নি। তবে গরু আছে অনেক পরিমাণে। এবার সবাই এসে শুধু মাঝারি গরু খুঁজছেন। মাঝারি গরুর চাহিদা এবার বেশি। এছাড়া লাল গরু বেশি চাহিদা। ১০টি গরু এনেছি। এর মধ্যে বিক্রি হয়েছে একটি। দুই লাখ ২০ হাজার টাকার গরুর সর্বোচ্চ দাম বলছে দেড় লাখ টাকা! এবার হাটের অবস্থা যে কোন দিকে যায়, তা এখনও অনুমান করা যাচ্ছে না।
আরেক ব্যবসায়ী বলেন, তিন দিন হলো হাটে এসেছি। এই তিন দিনে নয়টি গরুর একটিও বিক্রি করতে পারিনি। হাটে ক্রেতাই নেই। তবে আশা করা যায়, আগামী রোববার, সোমবার হাটে ক্রেতাদের ভিড় হবে। তবে এখন যারা আসছেন, তারা গরুর দামও ঠিকঠাক বলছেন না।
দক্ষিণ সিটি করপোরেশন অংশে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক ই, এফ, জি এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গায় অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট বসেছে।