বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে আজ(০১ আগস্ট ২০২১) অভিযান পরিচালিত হয়। ভোজ্যতেল ও শিশুখাদ্য
অভিযানে চাল, ভোজ্যতেল, শিশুখাদ্যসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের
স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম।
বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচার করা হয়।
ঢাকা মহানগরীর গুলশান ১ ডিসিসি মার্কেট, বনানী ও মহাখালী এলাকার বিভিন্ন শিশুখাদ্য বিক্রয় প্রতিষ্ঠান, চালের আড়ত,
ভোজ্যতেলের দোকান ও নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাগফুর রহমান।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকগণের নেতৃত্বে বিভিন্ন বাজারে
তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পাশাপাশি মহাখালী বাজারে অবস্থিত বিভিন্ন চালের আড়ত ও ভোজ্যতেলের দোকানে ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্যতালিকা
পর্যবেক্ষণ করা হয়। এসময় আইন লংঘনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে এ
বিষয়ে সতর্ক করা হয়।
আরও পড়ুন: ভোক্তা অধিদপ্তরের অভিযান এবং বাজারে স্বাস্থ্যবিধি পরিপালনের প্রচারনা – Voktakantho
এছাড়াও অভিযান পরিচালনাকালে পেঁয়াজ, আদা, কাঁচা সবজি, ঔষধসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয়
হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয়
রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৪৭টি
প্রতিষ্ঠানকে ২,২০,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা কোভিড মাহামারীর এ সময়ে বাজারে চাল ও শিশুখাদ্যসহ অন্যান্য
নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে ব্যবসায়ীদের আহবান জানান। সেইসাথে আইন মেনে ও নৈতিকতা অনুসরণ করে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান তিনি। ভোজ্যতেল ও শিশুখাদ্য