সারাদেশে ৯৭টি প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

করোনা মাহামারীকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অভিযানে ৯৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করে।

উক্ত অভিযানে চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের
স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম।
বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতনতামূলক প্রচারও করা হয়।

অভিযান পরিচালনাকালে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা সবজিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয়
হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল,
পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, পণ্যের মোড়কজাতকরন বিধিমালা লংঘন,
অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৯৭টি
প্রতিষ্ঠানকে ৭,৯১,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আরও পড়ুন: [ সুস্থ স্বাভাবিক জীবন ধারণে ভোক্তা অধিকার সংরক্ষণ করতে (voktakantho.com) ]

ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পরিমাপ পরীক্ষা করা হয়। এসময় তেল পরিমাপে
কারচুপি করার অপরাধে ৩টি ফিলিং স্টেশনকে ২,৫০,০০০/- জরিমানা করা হয় এবং অন্যান্য ফিলিং স্টেশনকে এ বিষয়ে সতর্ক করা হয়।

পাশাপাশি ধলপুর বাজার ও মালিবাগ বাজারে অবস্থিত বিভিন্ন চালের আড়ত ও ভোজ্যতেলের দোকানে ক্রয়-বিক্রয় রসিদ,
পণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হয় এবং পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক
সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেসবুক পেজ থেকে সংগৃহীত।
ভোক্তাকণ্ঠ অভিযোগ দায়ের ফর্ম পেতে ক্লিক করুন এখানে
ভোক্তাদের অভিযোগ নিয়ে খবর পড়ুন: ভোক্তা অভিযোগ Archives – Voktakantho

VK _AS || ভোক্তাকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *