কুমিল্লা, ২০ মে সোমবারঃ ভোক্তাদের অধিকার সমুন্নত রাখতে কুমিল্লায় সাড়াশি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। আজ সোমবার, জেলার আদর্শ সদর উপজেলায় বিভিন্ন এলাকায় সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মেয়াদোত্তীর্ন ময়দা রাখার দায়ে স্বপ্ন সুপার শপের বাদুরতলা শাখাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ন খাবার এবং অননুমোদিত বিদেশী পণ্য বিক্রি করার দায়ে আমেনা বিগ বাজারকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ বাঘাবাড়ীর স্পেশাল ঘি রাখার দায়ে মেসার্স খোকন স্টোর এবং মেসার্স যদু লাল সাহা স্টোরকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পচা ও বাসি মাছ-মাংস বিক্রির অভিযোগে মোল্লা হোটেলকে ৩,০০০ টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী দল।