ফরিদপুর, ২৩ মে বৃহস্পতিবারঃ নিয়মিত বাজার অভিযানের অংশ হিসাবে আজ ফরিদপুর বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রনি স্টোরকে প্রতিশ্রুত সেবা না প্রদান করায় ভোক্তা আইনের ৪৫ ধারা মোতাবেক ৫০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। অন্যদিকে একই অভিযোগে বাবুল স্টোরকে ৩০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। এবং সালাম স্টোরকে ৩৮ ধারা মোতাবেক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২০০০ টাকা জরিমানা ধার্য করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এছাড়া জেলার চকবাজার এলাকায় মেসার্স স্যাম ভান্ডার থেকে ২৫ কেজি এসিআই লবন জব্দ করে এবং মালিক স্যামকে ৪৫ ধারা অনুযায়ী প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযান শেষে ভোক্তাকণ্ঠ প্রতিনিধিকে জানান, পার্শ্ববর্তী আরও একটি দোকান মথুরামোহন সাহা ষ্টোর থেকে অনুমোদনহীন ৭ কেজী পরিমানে ঘি জব্দ করা হয়েছে একইসাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৩৭ অনুযায়ী পণ্যে মোড়ক ব্যবহার না করার অপরাধে ৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।