ঢাকা-গাজীপুর রুটে চলাচলকারী মানুষের ভোগান্তি নিরসনে চালু হচ্ছে বিশেষ ট্রেন। মহাসড়কের যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারী সাধারণ মানুষের। দুর্ভোগ নিরসনে আগামী রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে তিনটি বিশেষ ট্রেন সার্ভিস।
বুধবার (১৬ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, সীমাহীন এই দুর্ভোগ কমাতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে রোববার (২০ জুন) থেকে গাজীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। এ জন্য তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জনগণের দুর্ভোগ লাগবে আমার পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসব ট্রেনের টিকিট বিক্রির ব্যবস্থা অনলাইনে নেই, টিকিট বিক্রি হবে কাউন্টারেই। তবে এক আসন ফাঁকা রেখে অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।