করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হলো ৭ দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ কার্যকরে ১০৬ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোবাইল কোর্ট পরিচালনার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নোক্ত কর্মকর্তাগণকে The Code of Criminal Procedure, 1898 এর ১০(৫) ধারা অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণপূর্বক মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্টের তফশিলভুক্ত আইনসমূহে তাদের নামের পাশে উল্লিখিত বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণসহ সংযুক্তি প্রদান করা হলো।
আজ ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই লকডাউন। ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেয়া হবে। এ ছাড়া সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির সাথে মাঠে থাকবে সেনাবাহিনীও।
এর আগে বুধবার সকালে বিধিনিষেধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।