এই কঠোর লকডাউন এর মাঝেও সীমিত পরিসরে বিমা কোম্পানির অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডিআরএ কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয় এবং সব বিমা কোম্পানির মুখ্য নির্বাহী ও চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেয়। সিদ্ধান্তে উল্লেখ ছিল সোমবার (১২ জুলাই) থেকে ১৪ জুলাই (বুধবার) পর্যন্ত তিন দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে বিমা কোম্পানির অফিস।
আইডিআরএর নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার বলেন, সোমবার (১২ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন চলাকালে বিমা কোম্পানির অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে অফিস পরিচালনা করতে পারবে কোম্পানিগুলো। এক্ষেত্রে অফিসে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় ও কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। ১৪ জুলাইয়ের পর যদি আর লকডাউনের সময় বৃদ্ধি করা না হয় তাহলে ১৫ জুলাই থেকে স্বাভাবিক নিয়মে খোলা থাকবে সব অফিস।