ঢাকা, ১৬ জুলাই মঙ্গলবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধায়নে সহকারী পরিচালক আফরোজা রহমান ও মাসুম আরেফিনের নেতৃত্বে বংশাল ও মিটফোর্ড এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধের খোঁজে ১৭টি ফার্মেসি তদারকি অভিযান পরিচালিত হয়।
আজকের তদারকিতে ১৭ টি ফার্মেসির ভেতর, বংশালের হাবিব এন্ড ব্রাদার্স মেডিসিন কর্নার, ভূঁইয়া ফার্মেসি, মনোয়ার ড্রাগ হাউস, মিজান ব্রাদার্স মেডিসিন কর্নার, মিটফোর্ড এলাকায় জন কর্পোরেট, করিম মেডিকেল স্টোর, রোগ মুক্তি মেডিসিন ও রিকো ড্রাগ হাউস মোট ৮ টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মোট ৭০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের তদারকি কাজে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সার্বিক সহায়তা প্রদান করেন।