ঈদের আর কয়েক ঘণ্টা বাকি। ঈদে ঘরমুখো মানুষ যানজটে ভোগান্তি পোহালেও ঈদের আগের দিন সাভারের সড়ক-মহাসড়কে স্বস্তি ফিরেছে। সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড, ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে আজ এমন চিত্রই ছিল।
যানজট এড়াতে ১৯ জুলাই রাতেই ঢাকা ছেড়েছে বেশিরভাগ মানুষ। বিকেল থেকে মহাসড়ক ফাঁকা হতে শুরু করে। তবে সড়কে খানাখন্দ ও পানি জমে থাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া বাসস্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
গরুবাহী ট্রাক ফিরছে গন্তব্যে। সব গরু বিক্রি হয়েছে তাই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। আমরা পাবনার সাঁথিয়া যাব। এখন যানজট কম আছে। শুনেছি টাঙ্গাইলে কিছুটা যানজট রয়েছে তারপরও আর ভোগান্তি তেমন একটা হবে না, জানান এক ব্যবসায়ী।
হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, মহাসড়ক প্রায় ফাঁকা। যখন চাপ ছিল তখন আমরা যৌথভাবে সড়কের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছি।