অভিযোগ উঠেছে রিকশাচালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কঠোর বিধিনিষেধে চলছে না অন্য কোন যানবাহন এরই সুযোগ নিয়েছে রিকশাচালকরা।
শুধুমাত্র জরুরি সেবার সঙ্গে জড়িত যানবাহন চলাচল করতে পারবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট। তবে লকডাউন চলাকালেও রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা চলাচল করতে দেখা গেছে।
ধানমন্ডি থেকে শেওড়াপাড়া পর্যন্ত ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা দিতে হচ্ছে, জানান এক ভোক্তভোগী।
এক রিকশা চালক বলেন, ঢাকায় এখন মানুষ কম। তাই যাত্রীও কম। আমাদেরও তো পেট আছে। দিন এনে দিন খেতে হয়। তার মধ্যে পুলিশ যখন তখন রাস্তায় থামিয়ে যাত্রী নামিয়ে দেয়। তখন যাত্রীরাও ভাড়া না দিয়ে চলে যান। তাই অন্য সময়ের চেয়ে ভাড়া এখন একটু বেশিই আদায় করা হচ্ছে। তবে সেটা ডাবল নয়, ন্যায্য ভাড়ার থেকে ২০-৩০ টাকা বেশি হবে।
গুলিস্তান থেকে শ্যামলীতে রিকশায় এসেছি ৪০০ টাকায়। এটা কোনো কথা হতে পারে না। সুযোগে যে, যেভাবে পারছে ভাড়া আদায় করছে। সবাই যেন রিকশা চালকদের কাছে জিম্মি হয়ে গেছে। ভাড়া নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই, বলেন এক যাত্রী।