করোনা মহামারীর ফলে আমাদের দেশে ডেঙ্গু আবির্ভাবের কথাটা অনেকেই ভুলে গিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ২৩৭ জন রোগী ভর্তি হয়েছেন যা একদিনে দেশে ডেঙ্গু আক্রান্তের নতুন রেকর্ড।
এই বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি
ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে গতকাল এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন আরও ২৩৭ জন। এর মধ্যে রয়েছেন ঢাকায় ২১৮ জন। আর ঢাকার বাইরের রয়েছেন ১৯ জন।
এবছর ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৮৯৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন দুই হাজার ২৯ জন।
আরও পড়ুন: এডিস মশা,ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে অভিযান – Voktakantho এডিস
এছাড়া শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২,২৮৬ জন, যা ২০২০ সালে বছরজুড়ে আক্রান্ত সংখ্যার চেয়েও বেশি।
কোন ব্যক্তি একই সাথে যদি করোনা আক্রান্ত আবার ডেঙ্গু আক্রান্তও হয় তখন
দেখা যায় করোনার চিকিৎসা হলেও ডেঙ্গুর চিকিৎসা হয় না।
যার কারণে ডেঙ্গু রোগীদের জটিলতা বেশি হচ্ছে এবং তাদের তখন হাসপাতালে ভর্তি করাতে হয়।
তাই এখন থেকে ডেঙ্গু ও করোনার টেস্ট এক সঙ্গে করা উচিত।
এই বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি