ঝিনাইদহ, ৪ সেপ্টেম্বর বুধবারঃ আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে জেলার শ্যামকুড় এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
এসময় ভারতীয় কীটনাশক বিক্রয়, নিষিদ্ধ ঔষধ বিক্রয়, সারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে সার বিক্রয়, কীটনাশক বোতলে উৎকীর্ণ মেয়াদ মুছে ফেলা সহ বিভিন্ন অপরাধে ভাই ভাই ট্রেডার্স কে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৪৫০০০ জরিমানা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন আবদুল হামিদ, এসএপিপিও, কৃষি অফিস, মহেশপুর, ঝিনাইদহ এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই মোহনের নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের সদস্যরা।