নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠাতে আরটি-পিসিআর ইস্যুতে যে সমস্যা তৈরি হয়েছে তা আজকালের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এর অনুষ্ঠানে এ তথ্য জানান।
এসডিজি বাস্তবায়ন অগ্রগতি, অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ কর্তৃক পুরস্কারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল রহমান বলেন, বিমানবন্দরে কিছুদিন আগেই আরটি-পিসিআর ল্যাব স্থাপন করে স্যাম্পল কালেকশন বুথ চালু করা হয়েছে।
আমিরাত থেকে অনুমোদন না আসায়, জটিলতা বাড়ছে। ছয়টি ল্যাবের একটিকে আরব আমিরাত গ্রহণ করেছে। বাংলাদেশ চায়, সব কটি অনুমোদন পাক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এক যোগে কাজ করছে।
তিনি বলেন, সবগুলো ল্যারের অনুমোদন না দিলে, যাত্রী পাঠানো হবে না। তারা, যাচাই-বাছাই করেছে ।