কুমিল্লা, ৫ নভেম্বর মঙ্গলবারঃ আজ সকালে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা জেলার রাণীর বাজার ও সদর দক্ষিণের টমছম ব্রিজ এলাকায় দুটি পৃথক তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উল্লিখিত বাজারদ্বয়ের নিত্যপণ্যের বাজার দর যাচাই করা করা হয়। অভিযান পরিচালনাকালে পেঁয়াজের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় এবং ১০৯ টাকায় কেনা পেঁয়াজ ১৩০ টাকা লিখে রাখায় মেসার্স মা ডিপার্টমেন্টাল স্টোরকে ৪,০০০ টাকা, তালিকায় পেঁয়াজের মূল্য না লেখায় মেসার্স দেলোয়ার স্টোরকে ৪,০০০ টাকা, মূল্য তালিকা না থাকায় মেসার্স মদিনা স্টোরকে ৫,০০০ টাকা, একই অভিযোগে ফাহাদ স্টোরকে ২,০০০ টাকা এবং বিসমিল্লাহ স্টোরকে ৩,০০০ টাকাসহ দুই বাজারের পাঁচ দোকানীকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ১৮,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আজকের বাজারদর যাচাই এবং চক বাজারের পাইকারি ব্যবসায়ীদের সাথে তাৎক্ষণিক কথা বলে জানা যায় পেঁয়াজের প্রতি কেজি পাইকারি বিক্রয়মূল্য ১০৫ থেকে ১০৮ টাকা এবং তা খুচরা বাজারে বিক্রয় হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। রকম ভেদে এ দাম ১০০ থেকে সর্বোচ্চ ১২০ পর্যন্ত। আজকের বাজার তদারকিতে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, জেলা পুলিশ সদস্যদের একটি দল এবং স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন বলে জানিয়েছে আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি। ।