নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার কারণে দীর্ঘ সময় বিদেশ ভ্রমণ বন্ধ ছিল। প্রকোপ কমায় বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় চাহিদা বেড়েছে ডলারের। ফলে ঢাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে। খোলা বাজার ও নগদ মূল্যে রবিবার ডলার ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচায় হয়, দেশে যা এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য। ডলার ব্যবসায়ীরা বলছেন, বাইরে যাওয়ার জন্য হঠাৎ ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। সে তুলনায় হাতে হাতে দেশে ডলার আসছে না। ফলে দাম বেড়ে গেছে।
সর্বশেষ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৫ টাকা ৭০ পয়সা। তবে খোলা বাজার ও নগদ মূল্যে ডলার ৮৯ টাকা ৯০ পয়সা থেকে ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচা হচ্ছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, প্রায় দেড় বছর পর পর্যটনের জন্য ধীরে ধীরে খুলছে বিভিন্ন দেশের সীমান্ত। করোনার কারণে থেমে যাওয়া বহুজাতিক বিমান সংস্থাগুলো এখন অনেক রুট তথা গন্তব্যে তাদের বিমান চলাচল শুরু করেছে। ফলে মানুষের পেশাগত কাজ, শিক্ষা, চিকিৎসা ও কেনাকাটার জন্য বিভিন্ন দেশে যাতায়াত শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের খোলা বাজারে ডলারের দামে।
মতিঝিল ও গুলশানের এক্সচেঞ্জ হাউজ ও খোলা বাজারের ব্যবসায়ীরা বলছেন, এখন ডলার বিক্রি করতে সেভাবে মানুষ আসছেন না। শুধু কেনার জন্য আসছেন। এই কারণে দাম বাড়ছে।