ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: ঢাকা মহানগরের মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রনালয়ের মনিটরিং টিম। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় অভিযানে।
মিরপুর এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয় একাধিক প্রতিষ্ঠানকে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব ফাহমিনা আক্তার, জনাব রোজিনা সুলতানা ও জনাব মাহমুদা আক্তার। সার্বিক সহযোগিতা প্রদান করেন শাহআলী থানা পুলিশের সদস্যবৃন্দ।
এদিকে একইদিন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব প্রণব কুমার প্রামানিক এর পরিচালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।