স্বাস্থের নথি গায়েব: ঠিকাদারকে ঢাকায় আনা হচ্ছে
রাজশাহী প্রতিনিধি:
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি ফাইল গায়েব হওয়ার কারণ জানতে রাজশাহী থেকে ঠিকাদার নাসিমুল ইসলাম গণি টোটনকে ঢাকায় আনা হচ্ছে।
সোমবার (১ নভেম্বর) রাতে একটি মাইক্রোবাসে করে তাকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে যাওয়া সিআইডির একটি দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভেড়ীপাড়ায় টোটনের বাড়িতে অভিযান চালায়। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই ঠিকাদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় সিআইডি সদস্যরা ওই বাড়িতে কাউকে ঢুকতে বা বাড়ি থেকে বের হতে দেননি। টোটন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠিকাদারি করেন। সিআইডি সদস্যদের অভিযানের সময় টোটনের বাড়ির ছবি তুলতে গেলে প্রতিরোধ সৃষ্টি করা হয়। তার ব্যক্তিগত কর্মচারী মিলন গণমাধ্যম কর্মীদের হুমকি-ধমকি দেন। অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাসে করে ঠিকাদার নাসিমুল গণি টোটনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় সিআইডি।
রাতে সিআইডির রাজশাহীর বিশেষ পুলিশ সুপার আব্দুল জলিল জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল গায়েবের ঘটনা তদন্ত করছে সিআইডি। ওই ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য টোটনকে ঢাকায় সিআইডির হেড কোয়ার্টারে নেওয়া হয়েছে। তবে এখনও তাকে আটক বা গ্রেফতার দেখানো হয়নি।