অনলাইন ডেস্ক: শুক্রবার বিশ্ববাজারে টানা ষষ্ঠ দিনের মতো কমলো জ্বালানি তেলের দাম। আর এতে এক বছরের মধ্যে দাম সর্বনিম্নে পৌঁছায়। করোনাভাইরাসের কারণে চাহিদা কমায় বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব পড়ছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেল বর্তমানে প্রতি ব্যারেল ৪৯ দশমিক ৮৯ ডলার। গত সপ্তাহে এটি কমেছে প্রায় ১৪ শতাংশ, যা ২০১৬ সালের পর এটি সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
চীনের উহান প্রদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই নতুন নতুন দেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ মিলছে।
গেল মাসে চীনের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) কমে ৩৫ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পিএমআই চীনের উৎপাদন কার্যক্রমের মূল অবস্থা নির্দেশ করে। যা শুরু হয় ২০০৫ সাল থেকে। পিএমআই ৫০ পয়েন্টের নিচে থাকলে তা সংকোচন এবং ওপরে থাকলে সম্প্রসারণ নির্দেশ করে। জানুয়ারিতে এটি ৫০ পয়েন্টের নিচে নেমে আসে। যা ফেব্রুয়ারিতে আরও খারাপ হয়েছে।
চীনের উৎপাদন খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে করোনা ভাইরাসের কারণে। একটি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার প্রকাশিত চীনের সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশটির উৎপাদন কার্যক্রম রেকর্ড পরিমাণ কমেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, প্রথম প্রান্তিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির প্রবৃদ্ধিতে বড় ধরনের আঘাত আসতে পারে। গতকালের সরকারি তথ্যও যেন সেদিকই ইঙ্গিত দিচ্ছে।