অনলাইন ডেস্ক: ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে যাদু বাংলা রেস্টুরেন্ট,আলম রেস্টুরেন্ট ও মাস্টার স্টোরকে বিভিন্ন অপরাধে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
যাদু বাংলা রেস্টুরেন্ট এবং আলম রেস্টুরেন্টকে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং বাসি গ্রিল, শিককাবাব, সরমা, মাংস ইত্যাদি খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে ফ্রিজের একই চেম্বারে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ধারা নং ৪৩ অনুযায়ী যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকার মাস্টার ষ্টোরকে আদা, রসুন ও পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে লিফলেট বিতরণসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের সাথে উঠান বৈঠক করা হয়।