ভোক্তাকন্ঠ ডেস্কঃ লাইসেন্স ছাড়া সরিষার তেল, মধু ও ঘি বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে দেশে পণ্যের একমাত্র মাননিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি আরেকটি বেকারিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) বিএসটিআইয়ের উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া সরিষার তেল, মধু ও ঘি বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় ‘ইসহাক এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ‘নিউট্রিয়েন্ট কেক অ্যান্ড পেস্টি শপ’কে কেক (প্লেইন, ফ্রুট, স্পঞ্জ), পাউরুটি ও বিস্কুট পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।