ভোক্তাকন্ঠ ডেস্ক: ২০২২ শিক্ষাবর্ষে স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর সরকারি স্কুলে ভর্তির লটারির পর কোটা নির্ধারণ ও আনুষঙ্গিক বিষয়ে সরকারি স্কুলে ভর্তির নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্পষ্টিকরণ বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ নভেম্বর) বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী (১ম-৯ম শ্রেণি) ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে সম্পাদনের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (www.dshe.gov.bd) থেকে ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত ২০২১) শিক্ষার্থী ভর্তির স্থায়ী নীতিমালা। লটারি অনুষ্ঠানের পর কোটা নির্ধারণ ও আনুষঙ্গিক বিষয়ে এ নীতিমালা প্রয়োজ্য হবে। সুতরাং ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনোরূপ পরীক্ষা গ্রহণ করা যাবে না।