আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাত ২০২২ সাল থেকে সাপ্তাহিক কর্মদিবস সাড়ে চার দিন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার দেশটির পক্ষ থেকে শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশটি মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র। দেশটিতে এখন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে সাপ্তাহিক ছুটি শুরু হবে শুক্রবার দুপুরে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি আছে এমন দেশগুলোর সঙ্গে আর্থিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন সহজ করবে, শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক দৃঢ় করবে এবং আমিরাতভিত্তিক ও বহুদেশীয় হাজারো কোম্পানির জন্য সুযোগ উন্মুক্ত করবে।
মুসলিম দেশগুলোতে সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকে। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন কর্মসপ্তাহ অনুসারে শুক্রবার কর্মদিবস শেষ হবে দুপুর ১২টায়, জুমার খুতবা ও নামাজের আগে।