পেঁয়াজ আমদানির অনুমতি মিলছে না

ভোক্তাকন্ঠ ডেস্ক: দেশে কৃষকের উৎপাদিত পেঁয়াজের নায্য মূল্য পেতে ও উৎপাদন বৃদ্ধি করতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির আইপি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য আইপির আবেদন করলেও আইপি দেয়নি কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ অফিসের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, আমরা পেঁয়াজ আমদানির আইপি বন্ধের কোনো নির্দেশনা পাইনি। তবে সার্ভারে আইপির জন্য আবেদন করতে গেলে সেখানে আইপি স্টপ দেখাচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও পেঁয়াজের ভরা মৌসুমে দেশের কৃষকদের কথা চিন্তা করে সরকার সাময়িক পেঁয়াজ আমদানির আইপি বন্ধ রেখেছে। তবে এর প্রভাবে বাজারে পেঁয়াজের দাম বাড়বে না। কারণ হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের আগে করা এলসির পেঁয়াজগুলো আরও তিন মাস ধরে আমদানি করা যাবে।