ভোক্তাকন্ঠ ডেস্ক: দেশের প্রতিটি বিভাগে ১০০ শয্যার করে বার্ন ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, দিনদিন নানা দুর্ঘটনা বাড়ছে, অগ্নিকাণ্ড বাড়ছে, আগুনে পোড়া রোগীর সংখ্যাও বাড়ছে। তাই সরকার ৮টি বিভাগে ১০০ শয্যার বার্ন ইউনিট করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ৫ বিভাগের বিষয়ে একনেক অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৭৬ জনের চিকিৎসা হচ্ছে। ঢাকায় ৫ জনের চিকিৎসা হচ্ছে। তাদের সর্বাত্মক সেবা দেওয়া হবে।
করোনা সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। আগে ১ শতাংশের নিচে ছিল। এখন ২ এ চলে আসছে। ১ দিনেই ৪০০ করোনা রোগী বাড়ছে যা উদ্বেগের। স্বাস্থ্যবিধি মানুন। না হলে ইউরোপের মতো পরিস্থিতি হোক আমরা তা চাই না। বুস্টার ডোজের অ্যাপস আপডেট হলে সবাই পাবে।