ভোক্তাকন্ঠ ডেস্ক: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং পরবর্তী বিসিএস থেকে ফলাফলে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর সংযোজন করে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন অনুত্তীর্ণরা।
আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
জুবায়ের আহমেদ বলেন, গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে দেখা যায় ওএমআর ওভারল্যাপিং অথবা টেকনিক্যাল ত্রুটির কারণে ভালো ফলাফল প্রত্যাশীরাও অপ্রত্যাশিতভাবে বাদ পড়েন। এরই প্রেক্ষিতে গত ১ এবং ৩ ফেব্রুয়ারি আলাদা তালিকাসহ দুটি আবেদনপত্র দাখিল করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা আদালতের শরণাপন্ন হই। মহামান্য হাইকোর্টের ১৯ নং কোর্টে বিচারক মামনুন রহমানের কোর্টে আমরা রিট করি। রিট পিটিশন নং-৭৪০১, ২০২১।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবমান। সর্বদিকে উন্নয়ন চোখে পড়ার মতো। কিন্তু পিএসসির পরীক্ষার ফলাফল পদ্ধতি আগের মতো। যেখানে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়া হয় না। যার কারণে একজন পরীক্ষার্থীর নিজেকে সংশোধন করার এবং নতুনভাবে প্রস্তুত করার উপায় থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান পরীক্ষার সাথে নম্বরসহ ফলাফল প্রদান করে। তাহলে বিসিএসের ক্ষেত্রে কেন প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করা হয় না।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে সবকিছু ডিজিটাল হওয়ার পরেও কেন অবজ্ঞার স্বীকার আমরা চাকরি প্রত্যাশীরা? আমরা চাকরি প্রত্যাশীরা দাবি জানাচ্ছি যে, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা পুনর্মূল্যায়ন করতে হবে এবং পরবর্তী বিসিএসগুলোতে প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।