ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সঠিক মূল্যে পণ্য বিক্রি, অতি মুনাফা লাভ না করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করার বিষয়ে বিশেষ সচেতনতামূলক প্রচার চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রাজধানীর মিরপুরে বিভিন্ন বাজারে সচেতনতা ও প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল।
সচেতনতামূলক প্রচারণা সম্পর্কে তিনি জানান, জরিমানা নয়, ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে এ প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহার নির্দেশে রাজধানীর মিরপুরে বিভিন্ন বাজারে প্রচারমূলক এই কার্যক্রম পরিচালনা করা হয়।