অনলাইন ডেস্ক: এক সপ্তাহ বেড়েছে দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধের মেয়াদ । ১১ এপ্রিল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ডিএসইর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএসই বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সাধারণভাবে এ ধরনের লেনদেন বন্ধের সিদ্ধান্তের ক্ষেত্রে বেশির ভাগ সময় ডিএসইকে অনুসরণ করে সিএসই। এবারও তাই হবে আশা করছে বিনিয়োগকারীরা।
ডিএসই জানিয়েছে, সরকারের সাধারণ ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ডিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সব দাপ্তরিক কাজ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, সরকার ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিন লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ারবাজার। করোনার প্রভাব ঠেকাতে সরকার স্বাধীনতা দিবস, সাপ্তাহিক ছুটির পাশাপাশি সাধারণ ছুটি মিলিয়ে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে।