ভোক্তাকণ্ঠ প্রতিবেদক: করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ব্যাপকহারে কমে গেছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। প্রতিদিনই অভিযোগ আসছে হাসপাতালে চিকিৎসকদের সংকট।
আজ রাজধানীর নামিদামি বেসরকারি হাসপাতালগুলোতে এ অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মণ্ডল।
অভিযান প্রসঙ্গে জনাব আব্দুল জব্বার মন্ডল জানান, ‘চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছুটির আওতার বাইরে চিকিৎসক তথা স্বাস্থ্য সেবা। তাই আজকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে রাজধানীর স্কয়ার, ল্যাব এইড, সমরিতা, বিআরবি, গ্রীন লাইফ, কমফোর্ট, আনোয়ার খান মডার্ন হসপিটালসহ নামিদামি বেসরকারি হাসপাতালগুলোতে তদারকি করেছি।’
তিনি বলেন, ‘অভিযানে বেসরকারী হাসপাতাল ক্লিনিক গুলোতে রোগীদের যথাযথভাবে সেবা প্রদান করা হচ্ছে কিনা সেটি তদারকী করা হয়। সর্দি-জ্বর, কাশি এরকম রোগীদের ভর্তি করা হচ্ছে কিনা বা এসব রোগীদের যথাযথভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে কিনা। ডাক্তারগণ নিয়মিতভাবে হাসপাতাল-ক্লিনিকে আসছেন কিনা। এসব খোঁজখবর নেওয়া হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে যে সকল ডাক্তার নিয়মিতভাবে হাসপাতাল-ক্লিনিকে আসছেন না তাদের তালিকা চাওয়া হয়।এ সময় দেখা যায় সাধারন দিনের চেয়ে চিকিৎসকের পরিমাণ তুলনামূলক অনেক কম।’
তিনি আরও বলেন, ‘আমরা হাসপাতালগুলোর এ পরিস্থিতি অধিদপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা, বিভাগ ও মন্ত্রণালয়কে জানাব। তারা যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনাভাইরাসের এ সময়ে সাধারণ মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়।’