অনলাইন ডেস্ক: করোনা প্রতিরোধে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০ কোটি ডলার দেবে। টাকার অঙ্কে যেটার পরিমান দাঁড়ায় ৮৫০ কোটি টাকা। বিশ্বব্যাংকের এক বোর্ড সভায় এই অনুমোদন দেওয়া হয়।
করোনাভাইরাস চিহ্নিত করা, প্রতিরোধ করা ও দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই টাকা খরচ করা যাবে। বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এছাড়া এই প্রকল্পের মাধম্যে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত, হাসপাতালে টেস্টিং সুবিধা ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণসহ নানা সুবিধা নিশ্চিত করা যাবে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, বিশ্বব্যাংক করোনার বিস্তার রোধে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বিশ্বব্যাংকের অর্থ করোনা প্রতিরোধে এ দেশের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে।
বিশ্বব্যাংক ইতিমধ্যেই ভারত, পাকিস্তানসহ অনেক দেশই এখন পর্যন্ত বিশ্বব্যাংকের এই জরুরি তহবিল থেকে অর্থ নিয়েছে। বিশ্বব্যাংক করোনা প্রতিরোধে প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের বিশেষ তহবিল গঠন করেছে।