ভোক্তাকন্ঠ ডেস্ক:
নাক দিয়ে টেনে নেওয়া যাবে করোনাভাইরাসের টিকা। এমন টিকা তৈরি নিয়ে কাজ করছে ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। সেই কাজে অনেক দূর এগিয়েও গেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার সেই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ইতোমধ্যে ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের দেওয়া শুরু হয়েছে। এবার সেই একই সংস্থার নাকের টিকা দেওয়ার প্রস্তুতি শুরু হতে চলেছে । তবে এখনই এটি প্রধান টিকা বা প্রথম ডোজ হিসাবে দেওয়ার কথা হয়নি। প্রাথমিক পর্যায়ে এই টিকাটি বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের কথা ভাবা হচ্ছে।
সম্প্রতি কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা খোলা বাজারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশেষ ক্ষেত্রে এসব টিকা বাজার থেকে কিনে গ্রহণ করা যাবে। এরপরেই জানা যাচ্ছে নাক দিয়ে টানার টিকা পরীক্ষার ছাড়পত্র পেয়েছে। অনেকেই মনে করছেন, বুস্টার ডোজ হিসেবে নাক দিয়ে টানা টিকা বেশ কার্যকর হবে।
অনেকেই সুচ ফুটিয়ে টিকা নিতে ভয় পান। নানা ধরনের সংস্কারও রয়েছে অনেকের মধ্যে। নাক দিয়ে টানা টিকা তাদের অনেকেরই কাজে আসবে। সেই কারণেই এই টিকার কথা বহু দিন ধরে ভাবা হচ্ছে। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।