ভোক্তাকন্ঠ প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্থিতিশীল এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান।
আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পরিচালক জনাব শামীম আল মামুন ও উপপরিচালক জানাব আতিয়া সুলতানা, জনাব মোঃ মাসুম আরেফিন, জানাব আফরোজা রহমান, জনাব বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক জনাব মোঃ আবদুল জব্বার মন্ডল, জনাব ফাহমিনা আক্তার, জানাব তাহমিনা বেগম, জনাব রোজিনা সুলতানা ও জনাব ইন্দ্রানী রায় মাঠ পর্যায়ে এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন।
ঢাকা মহানগরের কয়েকটি নিত্য পণ্যের বাজার ও টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করে ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ করতে ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়।
আজ রাজধানীর কারওয়ান বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার, ইন্দিরা রোড আগোরা, পশ্চিম রাজাবাজার কাঁচাবাজার, শুক্রাবাদ বাজার, পান্থপথ বউবাজার, কাঠালবাগান বাজার, মহাখালী, বনানী, রামপুরা, গুলশান-২ বাজার, পলাশী বাজার, নিউ মার্কেট বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।
এছাড়া মহানগরের চারটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় ও একটি খাদ্য অধিদপ্তরের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয়।