দুই যুবকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেলেন বনলতা এক্সপ্রেসের ৮৫০ যাত্রী। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জিয়াউর রহমান ও হাবলু মিয়া নামের দুই যুবক রেললাইন ধরে কৃষিকাজের জন্য মাঠে যাচ্ছিলেন। এ সময় তারা লাইনের এক স্থানে ভাঙা দেখতে পান। তাৎক্ষণিক তারা লাইনের মাঝখানে নিজেদের লাল গামছা ধরে দাঁড়িয়ে থাকেন। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা প্রায় ৮৫ যাত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
রাজশাহী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (আইএন) আবু জাফর বলেন, এ এলাকার রেল লাইনগুলো অনেক পুরনো। নতুন লাইন স্থাপনের জন্য প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ পেলে বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, দুই যুবকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। লাইন মেরামত করার ঘণ্টা দেড়েক পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।