ভোক্তাকন্ঠ প্রতিনিধি: নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও অধিক দামে পণ্য বিক্রয় থেকে বিরত রাখতে রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
আজ বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি চালের পাইকারি আড়ত, মতিঝিল থানার এজিবি কলোনিসহ অন্যান্য এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল।
অভিযান শেষে তিনি জানান, চালে ওজনে কম দেয়ার অপরাধে মেসার্স আহম্মেদ রাইসকে ১০ হাজার, মেসার্স আল আমিন রাইসকে ২ হাজার টাকা এবং মতিঝিল এজিবি কলোনী সংলগ্ন টিসিবির ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ে চিনি, ছোলা, ডাল ইত্যাদি ওজনে কম দেয়ার অপরাধে কুমিল্লা জেনারেল স্টোরকে (টিসিবির ট্রাক সেল) ৫ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় হ্যান্ডমাইকে উক্ত পণ্য গুলোর মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে উক্ত পণ্য বিক্রয় থেকে বিরত থাকা, করোনাকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকা, সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা এবং জনগনের পাশে এসে দাঁড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
উক্ত অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা প্রদান করেন।