ভোক্তাকন্ঠ প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) নতুন করে ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জন। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৯২ জন এবং করোনায় মোট শনাক্ত হলেন দুই হাজার ৯৪৮ জন। করোনা আক্রান্তের অষ্টম সপ্তাহে দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা তিন অঙ্কের ঘরে পৌঁছালো।
আজ সোমবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন বলেন, ‘গতকালের তুলনায় আজ শনাক্তের পরিমান অনেক বেশি। মৃত্যু ১০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯টি নমুনা এবং মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৯২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জন। এর মধ্যে পুরুষ ৮ জন এবং ২ জন নারী। মৃত ১০ জনের মধ্যে ঢাকার ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ জন, মোট সুস্থ ৮৫ জন।’
তিনি আরো বলেন, ‘গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ। এছাড়া কিশোরগঞ্জে ১৩ দশমিক ৫ শতাংশ এবং নরসিংদীতে ৬ শতাংশ। ঢাকায় এবং নারায়ণগঞ্জে আগের মতোই। অনেক বেশি আছে।’
এছাড়া মৃত ১০ জনের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে চার জন। ঢাকার মধ্যে ৫, নারায়ণগঞ্জে ৪ এবং নরসিংদীতে এক জন।
‘গতকালের থেকে আজ নমুনা সংগ্রহ হয়েছে প্রায় ১০ শতাংশ বেশি এবং পরীক্ষা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৭ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে রাখা রোগীর সংখ্যা ৭১৩।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন ৩০ হাজার ৮০৯ জন, এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন এক লাখ ৪৯ হাজার ৬২৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৭৭ জন। ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৭০ জন। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টিন ৩১ হাজার ৭৯ জন।’