আন্তর্জাতিক ডেস্কঃ
বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডোর খুলে দিতে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
শনিবার (০৫ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের নবম দিনে ইউক্রেনের মারিউপোল, ভলনোভাখার বাসিন্দাদের জন্য মানবিক করিডোর খোলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় দুদফা বৈঠক হলেও আশার আলো দেখা যাচ্ছে না এখনো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনজুড়ে গোলাবর্ষণ আর ক্ষেপণাস্ত্র হামলার মুখে পতন হতে পারে কিয়েভের। এরপর দেশটির বর্তমান সরকারকে উৎখাত করে কিংবা প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করে রুশপন্থী কাউকে দেশটির ক্ষমতায় বসিয়ে বিজয় ঘোষণা করতে পারেন পুতিন।