ভোক্তাকন্ঠ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও লাইসেন্স নবায়নসহ নানা ধরনের অভিযোগে আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশিম ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানার আদেশ প্রদান করেন।
সেই সঙ্গে ক্লিনিকটিকে এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সব ধরনের সংকট পূরণ করে সেবা দেওয়ার নির্দেশ দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশিম বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফকিরহাট উপজেলা সদরের আহম্মদ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ক্লিনিকটিতে সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার যথাযথ ব্যবস্থা না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না থাকা, ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫৩ ধারায় মালিকের পক্ষে ম্যানেজার ক্লিনিকের শেখ আকরাম হোসেনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।