কারখানা লে-অফ ও শ্রমিক ছাঁটাই করা যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

ভোক্তাকন্ঠ ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে কারখানা লে-অফ ও কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ শনিবার সরকার, মালিক ও শ্রমিকপক্ষের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৬৪তম সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শিল্প উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানা লে-অফ করা যাবে না। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ঈদের আগেই সকল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করার আহ্বান জানান।

এদিকে করোনার কারনে সরকার সাধারন ছুটি ঘোষনা করার পর থেকেই কারখানা লে-অফের হিড়িক পড়ে যায়। পরবর্তীতে ছুটি বাড়ার সাথে সাথে লে-অফের সংখ্যাও বাড়তে থাকে। বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বলছে ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ কারখানা লে-অফ করেছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরো বলেন, অর্থনীতির গতি সচল রাখতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তার ধারাবাহিকতায় শিল্পমালিকেরা কারখানা চালু করতে চাইলে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্য বিধিমালা প্রতিপালন করতে হবে। এ ক্ষেত্রে শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উক্ত সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছাড়াও বাংলাদেশ এমপ্লয়্যার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক, বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশে চা সংসদের চেয়ারম্যান শাহ আলম, গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা তানভির হোসাইন, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার সহ আরো অনেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।